ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত তিনটি পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেশের সব জেলার প্রার্থীরা এসব পদে আবেদন করতে পারবেন।
পদের নাম: সহকারী মেকানিক
পদসংখ্যা: ১
যোগ্যতা: এসএসসি পাস এবং সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
পদের নাম: স্টোর সহকারী
পদসংখ্যা: ১
যোগ্যতা: এইচএসসি/সমমান পাস
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা
পদের নাম: ওয়ার্কশপ হেলপার
পদসংখ্যা: ৩
যোগ্যতা: ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট বা টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট।
বয়সসীমা
১ ডিসেম্বর ২০২১ তারিখে যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে এবং ২০২০ সালের ২৫ মার্চ তারিখে যাঁদের বয়স ৩০ বছর পূর্ণ হয়েছে, তাঁরা আবেদন করতে পারবেন। তবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর।
যেভাবে আবেদন
আবেদনের জন্য নির্ধারিত ফরম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এই ওয়েবসাইট http://www.fireservice.gov.bd থেকে ডাউনলোড করতে হবে। নিজ হাতে আবেদনপত্র পূরণের পর ডাকযোগে পাঠাতে হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা
মহাপরিচালক, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, কাজী আলাউদ্দিন রোড, ঢাকা।
আবেদনের শেষ সময়
১২ জানুয়ারি, ২০২২।