ভোলার ১২ ইউপিতে ভোট ৫ জানুয়ারি

০৪ জানুয়ারী ২০২২

 

কামরুজ্জামান শাহীন,ভোলা:

ভোলা সদর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ  হবে ৫ জানুয়ারি। এর মধ্যে তিন ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ও বাকীগুলোতে ব্যালটের মাধ্যমে ভোট হবে। সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে ইতোমধ্যে জেলা নির্বাচন অফিস ও প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। ভোটের দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে থাকছে  আইনশৃঙ্খলা বাহিনীর পাচঁ স্তরের নিরাপত্তা ব্যবস্থা। থাকছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

ভোলা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এসব ইউপি মিলে চেয়ারম্যান পদে ৫৮ জন, সাধারণ সদস্য ৫শ ৬৩ জন ও সংরক্ষিত নারী সদস্য পদে ১শ ৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মোট ভোটার রয়েছেন ২ লাখ ৯১ হাজার ৬৮৬ জন। তাদের মধ্যে পুরুষ ১ লাখ ৫১ হাজার ১১৬ জন এবং নারী ১ লাখ ৪০ হাজার ৫৭০ জন। ১৪০টি ভোট কেন্দ্রে সকাল ৮টায় শুরু হবে ভোট গ্রহণ, শেষ হবে বিকাল ৪ টায়। ১২ ইউনিয়নের মধ্যে রাজাপুর, পূর্ব ইলিশা, পশ্চিম ইলিশা, ভেদুরিয়া ও ভেলুমিয়ার সব কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে ঘোষণা করা হয়েছে। এছাড়া বাকী ইউনিয়নগুলোর কিছু কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করা হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর