নিজ গ্রামে শীতবস্ত্র বিতরণ করলেন সেনা প্রধান

০৪ জানুয়ারী ২০২২

ফরহাদ খান, নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নে নিজের গ্রাম করফায়  দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। পাশাপাশি একই গ্রামে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ভিত্তিপ্রস্তরও উদ্বোধন করেছেন তিনি। মঙ্গলবার (৪ জানুয়ারি) বেলা ১২টার দিকে শীতবস্ত্র বিতরণ ও ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

এদিকে শীতবস্ত্র বিতরণ ও ভিত্তিপ্রস্তর ‍উদ্বোধনের পর জেলার কালনাঘাট এলাকায় নির্মাণাধীন রেল সেতুসহ মধুমতি আর্মি ক্যাম্প পরিদর্শন করেন সেনা প্রধান। এ সময় সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি যশোর এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোঃ নূরুল আনোয়ার, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের প্রধান সমন্বয়ক এবং কনস্ট্রাকশন সুপারভিশন কনসালটেন্ট মেজর জেনারেল এফএম জাহিদ হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়সহ সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমকে


মন্তব্য
জেলার খবর