দোকান খোলা রাখা যাবে রাত ৮টা পর্যন্ত

০৪ জানুয়ারী ২০২২

সারা দেশে রাত ৮টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে। মাস্ক ছাড়া কেউ দোকানে যেতে ও যানবাহনে চলাচল করতে পারবে না। এ নির্দেশনা না মানলে  জরিমানা করা হবে। তাছাড়া মোট আসনের অর্ধেক সংখ্যক যাত্রী নিয়ে চালাতে হবে গণপরিবহন। করোনা উদ্ভূদ পরিস্থিতিতে সতর্কতা হিসেবে এসব বিধিনিষেধ আরোপ করা হয়েছে।  আগামী সাতদিনের মধ্যে এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) সচিবালয়ে প্রেস ব্রিফিংকালে এ তথ্য জানান  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী জানান, মানুষের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারেও জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওমিক্রন নিয়ে উদ্বিগ্ন হলেও এখনই লকডাউনের বিষয়ে ভাবছে না সরকার। সংক্রমণ বেড়ে গেলে সেটা নিয়ে চিন্তা করা হবে।

এমকে


মন্তব্য
জেলার খবর