ঘর পাবে আরও আড়াই লাখ গৃহহীন

০৪ জানুয়ারী ২০২২

আশ্রয়ণ প্রকল্পের আওতায় বিনামূল্যে ঘর পাবে আরও আড়াই লাখ গৃহহীন পরিবার। প্রতিটি ঘর নির্মাণে সরকারের ব্যয় হবে দুই লাখ ৪০ হাজার টাকা। মঙ্গলবার (৪ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর সভায় এ সংক্রান্ত প্রকল্প পাস হয়েছে। রাজধানী ঢাকার শেরেবাংলা নগরস্থ এনইসি সম্মেলন কক্ষে এ সভা হয়, সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী এবং একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

এর আগেও এ প্রকল্পের আওতায় কয়েক ধাপে গৃহহীনদের ঘর নির্মাণ করে দেয় সরকার। তবে এবার প্রতিটি ঘর নির্মাণে আগের চেয়ে বরাদ্দ বেড়েছে- পরিমাণে ৪০ হাজার টাকা। এ জন্য নতুনভাবে ব্যয় ধরা হয়েছে ছয় হাজার ৩১৬ কোটি ৭১ লাখ টাকা। নতুন লক্ষ্যমাত্রা অনুযায়ী সব মিলিয়ে আশ্রয়ণ-২ প্রকল্পের সংশোধনী ব্যয় ধরা হয়েছে ১১ হাজার ১৪২ কোটি ৮৭ লাখ টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর