বিশ্বের প্রবীণতম নারী হিসেবে দাবি করেছেন কেন তানাকা। কেন জাপানের বাসিন্দা। সম্প্রতি তিনি ১১৯তম জন্মদিন পালন করছেন। তিনি অন্তত আরো একটি বছর বাঁচতে চান। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য প্রকাশ করেছে।
জাপানের ফুকুওকা এলাকায় বসবাস করেন। ২০১৯ সালে তাকে সবচেয়ে বয়স্ক মানুষ হিসেবে স্বীকৃতি দেয় গিনেস বুক অব রেকর্ডস।
কেনের জন্ম ১৯০৩ সালে। জাপানের পাঁচটি রাজকীয় শাসন দেখেছেন প্রবীণ এই নারী। তার পরিবারের সদস্যদের উদ্ধৃত করে কিয়োদো বার্তা সংস্থা বলেছে, তানাকার লক্ষ্য এখন ১২০তম জন্মদিন পালন করা।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, গত ২ জানুয়ারি তানাকার নাতির মেয়ে জুনকো তানাকা টুইটার পোস্টে তার প্রমাতামহীর ১১৯ বছরে পা রাখার সংবাদ জানান। সেই হিসেবে ‘কেন তানাকা’ পৃথিবীর প্রবীণতম জীবিত নারী।
জুনকো তানাকা টুইটারে লেখেন, ‘বিশাল প্রাপ্তি। কেন তানাকা ১১৯ বছরে পৌঁছেছেন। আশা করি, তিনি আনন্দের সঙ্গে জীবন কাটাবেন।’
আরআই