ট্রাম্পের দুই সন্তনকে আদালতে তলব

০৫ জানুয়ারী ২০২২

নিউইয়র্কের একটি আদালতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই সন্তানকে তলব করা হয়েছে। তারা হলেন ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র ও তার মেয়ে ইভাঙ্কা ট্রাম্প। অ্যাটর্নি জেনারেল লেটিটিয়া জেমস ট্রাম্পের দুই সন্তানের ব্যবসা-সংক্রান্ত নথি চেয়ে আদালতে তলব করেন।

 

আগেও বেশ কয়েকবার আদালতে তলব করা হয়। সেবারও তাদের সম্পদের বিষয়ে তলব করে। তবে তারা হাজির হননি। এবারও তারা আদালতে হাজির হবে না বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও ইভাঙ্কা ট্রাম্প। খবর এবিসি নিউজের।

 

মামলার আইনজীবী জানান, তদন্ত চলতে থাকবে, কারণ কেউ আইনের ঊর্ধ্বে নয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, ট্যাক্স ফাঁকি দিতে সম্পদের বিবরণীতে ভুল তথ্য দিয়েছে ট্রাম্প পরিবার। তাই তার সন্তানদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর