মক্কা-মদিনায় ফের নিষেধাজ্ঞা

০৫ জানুয়ারী ২০২২

আবারো মুসলমানদের সম্মানিত স্থান পবিত্র হারাম শরিফ ও মদিনায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার ঠেকাতে সৌদি আরব সরকার এ নিষেধাজ্ঞা দিয়েছে। প্রাথমিকভাবে সামাজিক দূরত্বের কথা বলা হয়েছে এ নিষেধাজ্ঞায়। খবর বিবিসির।

 

রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই দুটি জায়গায় (মক্কা ও মদিনা) নামাজি ও উমরাহ্‌ পালনকারী উভয়ের জন্য এসব বিধিনিষেধ প্রযোজ্য হবে।

 

নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে: সব দর্শনার্থীকে মাস্ক পরতে হবে। সৌদি সরকার ঘরের ভেতরে ও বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে।

 

 দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। সম্প্রতি সে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় ৭৪৪ জনের শরীরে করোনা শনাক্তের কথা জানিয়েছে। গত বছর আগস্টের পর এটি ছিল সবচেয়ে বেশি করোনা আক্রান্তের সংখ্যা।

 

করোনা শুরুর পর থেকে সৌদি আরবে এ পর্যন্ত পাঁচ লাখ ৫৪ হাজার রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৮ হাজার ৮৭৪ জন।

 

আরআই


মন্তব্য
জেলার খবর