খাদ্য অধিদপ্তরের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ

০৫ জানুয়ারী ২০২২

খাদ্য অধিদপ্তরে স্প্রেম্যান ও হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার পদের এমসিকিউ/লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য অধিদপ্তরের স্প্রেম্যান পদে আবেদনকারীদের এমসিকিউ/লিখিত পরীক্ষা ১৪ জানুয়ারি সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া হিসাবরক্ষক কাম ক্যাশিয়ার পদে আবেদনকারীদের এমসিকিউ/লিখিত পরীক্ষা ওই দিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

 

দুই পদে আবেদনকারী প্রার্থীরা আজ থেকে ১৩ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের প্রবেশপত্রের রঙিন কপি প্রিন্ট করে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

আরআই


মন্তব্য
জেলার খবর