সূচকের মিশ্র প্রবণতায় কমেছে লেনদেন

০৫ জানুয়ারী ২০২২

সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর কমেছে। মিশ্র প্রবণতা দেখা গেছে সূচকের। একইসঙ্গে আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনও, পরিমাণে ১৩১ কোটি ৯৫ লাখ টাকা। মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন পরিস্থিতি ছিল এমনই।

শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩৭৮টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১৮০টির এবং অপরিবর্তিত থাকে বাকি ৩১টির। তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ১০ দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৮৯২ দশমিক ৯৯ পয়েন্টে, ডিএসইএস চার দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৫৬ দশমিক ১২ পয়েন্টে ও ডিএস-৩০ চার দশমিক ৯২ পয়েন্ট কমে দুই হাজার ৫৭১ দশমিক ১৮ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন হয় এক হাজার ১৮২ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল এক হাজার ৩১৪ কোটি ১৪ লাখ টাকা।

মঙ্গলবার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র দেখা গেছে।  লেনদেনের তালিকায় টাকার অঙ্কে শীর্ষে থাকে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড- ১০৬ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ১০ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।

এমকে


মন্তব্য
জেলার খবর