মন্তব্য
দেশে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা ৮৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে মারা গেছেন তিনজন করোনা রোগী। ৪ দশমিক ২০ শতাংশ নমুনায় করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। বুধবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অধিদফতর জানাচ্ছে, এখন পর্যন্ত ১৫ লাখ ৮৮ হাজার ৮০৭ জনের এ রোগ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ২৮ হাজার ৯০ জন, সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ১৬৮ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৭১।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২১২ জন। নমুনা নেওয়া হয়েছে ২১ হাজার ৩০২ জনের। পরীক্ষা হয়েছে ২১ হাজার ২৫১টি। মারা যাওয়া তিনজনই নারী। বিভাগের মধ্যে দু’জন ঢাকার, বাকিজন রাজশাহীর। সরকারি হাসপাতালে চিকিৎসাধীন তাদের মৃত্যু হয়েছে।
এমকে