ভোলা প্রতিনিধি:
ভোলায় আগুনে চার পরিবারের চারটি বসতঘর পুড়ে গেছে। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেনি ভুক্তভোগীরা। এ দুর্ঘটনায় আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা। রোববার (২৭ ফেব্রুয়ারি) বেলা পৌনে ২ টার দিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১ নং ওয়ার্ডের খলিফা বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা হচ্ছে- সৈয়দ আহমেদ বিল্লালের ছেলে নুরুল ইসলাম, সৈয়দ সেকান্তরের ছেলে সৈয়দ আহমেদ নান্নু মিয়া, আবু তাহেরের ছেলে স্বপন ও শাজাহান মিয়ার ছেলে মানিকের পরিবার ।
ক্ষতিগ্রস্তরা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নুরুল ইসলামের ঘরে আগুন লাগে। মূর্হুর্তের মধ্যে আগুন ৫টি ঘরেই ছড়িয়ে পড়ে। এতে ৪ বসতঘর পুরোটাই পুড়ে গেছে। খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান বিপ্লব মোল্লা ঘটনাস্থলে ছুটে যান। তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে অনুদান দেন। ভোলা ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. সুমন জানান, আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো যাবে। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে সাহায্য করা হবে।
কামরুজ্জামান শাহীন/এমকে