জাল ভোট: প্রিজাইডিংসহ দুই পুলিশ কর্মকর্তা প্রত্যাহার,৭ যুবক আটক

০৫ জানুয়ারী ২০২২

লালমনিরহাট প্রতিনিধি:

কয়েকটি ভোট কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টা ও সংঘর্ষের মধ্যে দিয়ে বুধবার (৫ জানুয়ারি) লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ৭ ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহন শেষ হয়েছে। জাল ভোট দেওয়ার অভিযোগে ৭ জনকে আটক করেছে পুলিশ। জাল ভোট দিতে সহায়তা করায় দুই পুলিশ কর্মকর্তা ও  এক প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। আর ভোট দেওয়াকে কেন্দ্র করে দহগ্রাম, বুড়িমারি ও কুচলিবাড়ি ইউনিয়নে প্রতিপক্ষ প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১২জন আহত হয়েছেন।

পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো: সাইফুর রহমানে এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, যারাই অনিয়মের চেষ্টা করেছে, তাদেরকেই আইনের আওতায় আনা হয়েছে। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবেই হয়েছে।

 

লাজু মিয়া/এমকে

 


মন্তব্য
জেলার খবর