এভাবে চললে রাজনীতি হুমকির মুখে পড়বে

০৫ জানুয়ারী ২০২২

দেশের নির্বাচন ব্যবস্থা এভাবে চলতে থাকলে রাজনীতি ও রাজনৈতিক দলগুলো হুমকির মুখে পড়বে বলে মনে করছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তাঁর এটাও মনে হয়, এতে দেশের রাজনীতি আর রাজনৈতিক দল হারিয়ে যাবে। বুধবার (৫ জানুয়ারি) দলের গাজীপুর মহানগর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেন। রাজধানী ঢাকার বনানীতে দলের চেয়ারম্যানের কার্যালয়ে এ সভা হয়।

জিএম কাদের জানান, দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়েছে। নির্বাচন কমিশনকে যে ফলাফল ধরিয়ে দেওয়া হয়, তাই ঘোষণা করছে। কোথাও কোথাও ক্ষমতাসীনদের সঙ্গে একত্রিত হয়ে নির্বাচনি ব্যবস্থাকে কলুষিত করছে প্রশাসন ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। নিরপেক্ষ নির্বাচনের দাবিতে হয়তো আন্দোলন করতে হবে, এ জন্য দলের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহবান জানান তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, গণতন্ত্র না থাকলে জবাবদিহি থাকে না। বেড়ে যায় দুর্নীতি ও দুঃশাসন। গণতন্ত্র প্রতিষ্ঠিত না হলে স্বাধীনতার সুফল পায় না দেশের মানুষ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর