সোশাল মিডিয়ায় গুজব বন্ধে আইন করার পরামর্শ

০৫ জানুয়ারী ২০২২

ইউটিউবসহ সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব এবং অসত্য সংবাদ  প্রচার হয়। তাই এটা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণে যুগোপযোগী আইন প্রণয়নের পরামর্শ দেওয়া হয়েছে তথ্য মন্ত্রণালয়কে। একই সঙ্গে এসব মাধ্যমে বিতর্কিত কনটেন্ট বন্ধ, গুজব এবং অসত্য সংবাদ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণের পরামর্শ নিতে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ পরামর্শ দেওয়া ও সিদ্ধান্ত নেওয়া হয়। সংসদ ভবনে এ বৈঠকে  সভাপতিত্ব করেন কমিটির সভাপতি হাসানুল হক ইনু। সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। ৎ

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিনিধিদের পরামর্শ নিতে কমিটির বৈঠকে তাদের আমন্ত্রণ জানানো হবে।  বৈঠকে আইন করার পরামর্শের বাইরেও বেশ কয়েকটি বিষয়ে সুপারিশ করার সিদ্ধান্ত হয়।

এমকে


মন্তব্য
জেলার খবর