লোভের বশবর্তীতে পা পিছলে পড়ে যেও না, ছাত্রলীগকে প্রধানমন্ত্রী

০৫ জানুয়ারী ২০২২

একজন আদর্শবান কর্মী হিসেবে নিজেদের গড়ে তুলতে ছাত্রলীগ নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। বলেছেন, ছাত্র রাজনীতি থেকেই গড়ে ওঠে রাজনৈতিক নেতৃত্ব। এ নেতৃত্ব গড়ে তুলতে সেভাবেই কাজ করতে হবে। খেয়াল রাখবে, লোভের বশবর্তী হয়ে পা পিছলে পড়ে যেও না। ৫ জানুয়ারি ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর  আলোচনা সভায় এ পরামর্শ দেন। রাজধানী ঢাকার খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে এ সভায়। প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় বক্তৃতা করেন।

ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক হিসেবে সংগঠনটির নেতাকর্মীদের উদ্দেশ্যে শেখ হাসিনা আরও বলেন, ‌‌রাজনৈতিক নেতা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে চাইলে আদর্শ নিয়ে সততার সঙ্গে প্রগতির পথে এগিয়ে যেতে হবে। সংগঠনকে শক্তিশালী করবে, জাতির পিতার আদর্শ নিয়ে ও মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করবে। অর্থের পেছনে না ছুটে মানুষের জন্য কাজ করা একজন রাজনৈতিক নেতার কাজ, সেটাই মাথায় রাখতে হবে। এ সময়ে ছাত্রলীগের মূলমন্ত্র (শিক্ষা ও শান্তি) যথাযথভাবে অনুসরণের তাগিদ দেন প্রধানমন্ত্রী। বলেন- সন্ত্রাস-জঙ্গিবাদ, দুর্নীতি এ সবকিছু থেকে দূরে থাকতে হবে। কখনও যেন কোনও ছাত্র বা যুব সমাজ এ সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত না হয়- যোগ করেন প্রধানমন্ত্রী।

এমকে

 

 


মন্তব্য
জেলার খবর