দেবীগঞ্জের ৫০ শতাংশ ইউপিতে নৌকার পরাজয়

০৬ জানুয়ারী ২০২২

পঞ্চগড় প্রতিনিধি:

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আট ইউপির  মধ্যে চারটিতে নৌকার মাঝি পরাজিত হয়েছেন। এসব ইউপিতে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী।  বুধবার (০৫ জানুয়ারী) ভোট গ্রহণ ও গণনা শেষে বেসরকারিভাবে নির্বাচিত চেয়ারম্যানদের নাম  ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার এরশাদুল হক মিয়া।

নৌকা প্রতীকে বিজয়ী প্রার্থীরা হলেন- দন্ডপাল ইউনিয়নে আজগর আলী, চেংঠী হাজরাডাঙা ইউনিয়নে আমিনুর রহমান, টেপ্রীগঞ্জ ইউনিয়নে গোলাম রহমান সরকার ও পামুলী ইউনিয়নে মনিভূষণ রায়। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ীরা হচ্ছেন- শালডাঙা ইউনিয়নে বিএনপি সমর্থিত ফরিদুল ইসলাম ফরিদ (ঘোড়া প্রতীক), সোনাহার ইউনিয়নে জামায়াত সমর্থিত মশিউর রহমান (ঘোড়া প্রতীক), সুন্দরদীঘি ইউনিয়নে জামায়াত সমর্থিত আব্দুল হালিম (ঘোড়া প্রতীক) ও চিলাহাটি ইউনিয়নে হারুন অর রশিদ (মোটরসাইকেল প্রতীক)।  প্রসঙ্গত, এ আট ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৩৯ হাজার ৭৬৮ জন।

 

মো.সম্রাট হোসাইন/এমকে 

 


মন্তব্য
জেলার খবর