পঞ্চম ধাপে ১১ প্রাণহানি

০৬ জানুয়ারী ২০২২

নির্বাচনি এলাকার বিভিন্ন স্থানে সংঘর্ষ, পাল্টাপাল্টি হামলা, গোলাগুলি, গাড়ি ভাঙচুর ও জাল ভোট দেওয়ার চেষ্টার মধ্য দিয়ে শেষ হয়েছে পঞ্চম ধাপে তফসিল ঘোষিত ৭০৮ ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। বুধবার (৫ জানুয়ারি) ভোটের দিনে এ সহিংসতায় প্রাণহানি হয়েছে ১১ জনের। জাল ভোট দেওয়ার অপচেষ্টায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জাল ভোট দেওয়ার অপচেষ্টায় সহযোগিতা করার অভিযোগে প্রত্যাহার করা হয়েছে পুলিশসহ বেশ কয়েকজন প্রিজাইডিং কর্মকর্তাকে। এর আগের ধাপগুলোতেও সহিংসতার পাশাপাশি  প্রাণহানির ঘটনা ঘটে। এদিকে ভোট গ্রহণ শেষে ইসি সচিব সাংবাদিকদের জানিয়েছেন, ভোট ভালো হয়েছে। অন্যদিকে নির্বাচন কমিশনারদের একজন মাহবুব তালুকদার বলেছেন, ভোট যুদ্ধ আছে, কিন্তু ভোট নেই।

মারা যাওয়া ১১ জনের মধ্যে বগুড়ায় পাঁচজন, চাঁদপুরে দু’জন, গাইবান্ধা, চট্টগ্রাম, মানিকগঞ্জ ও নওগাঁয়  একজন করে রয়েছেন। এছাড়া ঝিনাইদহে শুক্রবার নির্বাচন ঘিরে সংঘর্ষে মারা গেছেন আরও একজন।

জানা গেছে বগুড়ার গাবতলীর বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গুলিতে চারজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন তিন জন। ভোট গণনাকে কেন্দ্র করে সংঘর্ষে গুলি ছোড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এছাড়া রামেশ্বরপুর ইউনিয়নের জাইগুলি উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রের বাইরে দুই মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আর একজন নিহত হয়েছেন।

চাঁদপুরে মারা যাওয়া দু’জনের মধ্যে একজন কচুয়ার সাচার এলাকার  ও অন্যজন হাইমচরের বাহেরচর এলাকার। দুই সদস্য প্রার্থী ও চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষকালে ছুরিকাঘাতে তারা মারা যায়। নওগাঁর পত্নীতলায় পুলিশ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষকালে গুলিবিদ্ধ হয়ে একজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। রাতে ঘোষনগর ইউপির কমলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত স্থানীয়রা পুলিশের দুটি গাড়িতে আগুন দেয়।

চট্টগ্রামের আনোয়ারায় চাতরি ইউনিয়নে ৭ নম্বর ওয়ার্ডে সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। শরীয়তপুরে বোমা ফাটিয়ে ব্যালট বাক্স ছিনতাই করা হয়েছে। এরপর ভোটকেন্দ্রে আগুন দেওয়া হয়। মানিকগঞ্জের দৌলতপুরে বাচামারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে বাচামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুই সদস্য প্রার্থীর সমর্থকদের মাঝে বাধা সংঘর্ষ দেখে এক মহিলা স্ট্রোক করে মারা গেছেন। গাইবান্ধার সাঘাটা উপজেলায় জুম্মাবাড়ি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জুম্মাবাড়ি আদর্শ কলেজ ভোট কেন্দ্রের বাইরে ইউপি সদস্য প্রার্থীর এক সমর্থককে গলা কেটে হত্যা করা হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর