বেড়েছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। এতে উত্থান দেখা গেছে সব সূচকের। পাশাপাশি আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে লেনদেনও। বুধবার দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন পরিস্থিতি ছিল এমনই।
ডিএসইতে শেয়ার লেনদেনে অংশ নেওয়া ৩৭৮টির মধ্যে দর বেড়েছে ২১৮টির, কমেছে ১২১টির এবং বাকি ৩৯টির অপরিবর্তিত থাকে। আর সিএসইতে ৩০৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২১৫টির, কমেছে ৬৪টির এবং ২৫টির অপরিবর্তিত ছিল।
ডিএসইতে তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৩৬ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ছয় হাজার ৯২৯ দশমিক ৯৩, ডিএসইএস সাত দশমিক ৫৬ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৬৩ দশমিক ৬৮ ও ডিএস-৩০ সূচক চার দশমিক ৬৯ পয়েন্ট বেড়ে দুই হাজার ৫৭৫ দশমিক ৮৮ পয়েন্ট হয়। অন্যদিকে সিএসইতে দুই সূচকের মধ্যে সিএসসিএক্স ১০২ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ১২ হাজার ২০৭ দশমিক ০৭ পয়েন্টে ও সিএএসপিআই ১৭২ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে ২০ হাজার ৩২৬ দশমিক ৮৪ পয়েন্টে অবস্থান করে।
ডিএসইতে লেনদেন হয় এক হাজার ৪১৪ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আর সিএসইতে লেনদেন হয় ৪৩ কোটি ৪৮ লাখ টাকা। ডিএসইতে আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ১৮২ কোটি ১৮ লাখ টাকা। সিএসইর ক্ষেত্রে এর পরিমাণ ছিল ৩৫ কোটি ৭১ লাখ টাকা। এ হিসাবে ডিএসইতে ২৩১ কোটি ৯৭ লাখ ও সিএসইতে সাত কোটি ৭৬ লাখ টাকার লেনদেন বেড়েছে।
এমকে