ইউক্রেনে রাশিয়ার চলমান সামরিক অভিযানের মধ্যে ফ্রান্স তার দেশের নাগরিকদের অতিদ্রুত রাশিয়া ছাড়ার নির্দেশ দিয়েছে। ফ্রান্স ‘দৃঢ়ভাবে সুপারিশ করেছে’ যে রাশিয়ায় থাকা তার নাগরিকরা কেউ যেন ‘বিলম্ব না করে’ রাশিয়া ত্যাগ করেন।
ইউক্রেন ইস্যুতে ইউরোপীয় ইউনিয়ন যখন রাশিয়ার বিমানের জন্য তাদের পুরো আকাশসীমা বন্ধ করার ঘোষণা দিয়েছে। ঠিক তখন রাশিয়ায় অবস্থানরত ফ্রান্স তার নাগরিকদের বিষয়ে এ নির্দেশনা দিল।
ফরাসি মন্ত্রণালয়ের ইউরোপ ও পররাষ্ট্র বিষয়ক ওয়েবসাইটে একটি বিবৃতিতে বলা হয়েছে, রাশিয়া এবং ইউরোপের মধ্যে বিমান চলাচলে ক্রমবর্ধমান বিধিনিষেধের কারণে, দৃঢ়ভাবে সুপারিশ করা হচ্ছে যে ফরাসি নাগরিকরা যারা রাশিয়ায় যাচ্ছেন (পর্যটক, দর্শনার্থী, ছাত্র, মিশনে পেশাদাররা) তারা বিমান যোগের মাধ্যমে বিলম্ব না করে রাশিয়া ত্যাগ করার ব্যবস্থা করুন।
এছাড়াও ফ্রান্স নাগরিকদের রাশিয়ায় আসন্ন যে কোনো ভ্রমণ স্থগিত করার পরামর্শও দিয়েছে।
সূত্র: বিবিসি।