ভগ্নিপতির প্রতিদ্বন্দ্বি দুই শ্যালক, চাচার সঙ্গে লড়ছেন ভাতিজা

০৬ জানুয়ারী ২০২২

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগঞ্জে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মিঠিপুর ইউনিয়নে ভগ্নিপতির প্রতিদ্বন্দ্বি হয়েছেন তার আপন ও ফুফাতো মিলে দুই শ্যালক। আর বড়আলমপুর ইউনিয়নে চাচার সঙ্গে লড়ছেন তার আপন ভাতিজা। ঘটনা দু’টি টক অব দ্য উপজেলায় পরিণত হয়েছে। নির্বাচন কমিশন ঘোষিত ৬ষ্ঠ ধাপের তফসিল অনুযায়ী এ দুই ইউপি নির্বাচনের ভোট হবে আগামী ৩১জানুয়ারি। এ দুই ইউপিতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন মোট ২০ জন। প্রত্যেক প্রার্থীই ভোটের দিন পর্যন্ত নির্বাচনি মাঠে থাকবেন ও কেউ কাউকে ছাড় দেবেন না বলে জানা গেছে।

জানা গেছে, মিঠিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে জাসদ নেতা হাসান আলী সরকার দলের মনোনয়ন পেয়ে প্রার্থী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের মধ্যে মাদারগঞ্জ বি এল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ তাজুল ইসলাম শামিম তার আপন শ্যালক। আর বর্তমান ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এস এম ফারুক আহমদ হলেন তার ফুফাতো শ্যালক। তাদের বাইরে আরও ৭ জন চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন, সবাই গণসংযোগ চালিয়ে যাচ্ছেন।

অপদিকে বড়আলমপুর ইউনিয়নে দলীয় মনোনয়ন না পেলেও প্রার্থী হয়েছেন আওয়ামী লীগ নেতা  আব্দুল জলিল। এ পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের একজন হাফিজুর রহমান সেলিম হলেন তার ভাতিজা। তিনিও  আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী  হিসেবে প্রতিদ্বিন্দ্বিতা করছেন। তাদের বাইরে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন আরও ৮ জন। সবাই ব্যাপক গণসংযোগ  চালিয়ে যাচ্ছেন।

 

আব্দুল হাকিম ডালিম/এমকে

 


মন্তব্য
জেলার খবর