শনাক্ত ১১ শতাধিক, মৃত্যু ৭

০৬ জানুয়ারী ২০২২

করোনা রোগী শনাক্তের সংখ্যা বাড়ছে দেশে। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন এক হাজার ১৪০ জন। করোনায় ভুগে এ সময়ে মারা গেছেন ৭জন। পাশাপাশি মোট আক্রান্তের মধ্যে সুস্থতা ফিরে পেয়েছেন ১৯৬ জন। বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৪ দশমিক ৮৬ শতাংশ নমুনায় করোনাভাইরাইসের উপস্থিতি পাওয়া গেছে। নমুনা সংগৃহীত হয়েছে ২৩ হাজার ৬২৯টি, পরীক্ষা হয়েছে ২৩ হাজার ৪৩৫টি।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে মোট ১৫ লাখ ৮৯ হাজার ৯৪৭ জনের। এর মধ্যে মারা গেলেন ২৮ হাজার ৯৭ জন। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫০ হাজার ৩৬৪ জন। নমুনা পরীক্ষা হয়েছে এক কোটি ১৬ লাখ ১০ হাজার ৩৩৬টি। শনাক্তের হার ১৩ দশমিক ৬৯।

এমকে

 

 

 


মন্তব্য
জেলার খবর