আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা। তবে সামান্য কমতে পারে দিনের তাপমাত্রা। আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ কুয়াশা কিছু কিছু এলাকায় দুপুর পর্যন্ত থাকতে পারে। পূর্বাভাসে বৃহস্পতিবার এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় বদলগাছিতে- ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরের মধ্যে ঢাকায় ১৩ দশমিক ৯, ময়মনসিংহে ১২ দশমিক ৩, চট্টগ্রামে ১৫, সিলেটে ১৩ দশমিক ৮, রাজশাহীতে ১০ দশমিক ৯, রংপুরে ১১ দশমিক ৩, খুলনায় ১২ দশমিক ৫ এবং বরিশালে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে।
এদিকে আবহাওয়া সংশ্লিষ্টরা মনে করছেন, আগামী কয়েক দিন তাপমাত্রা বাড়তে থাকতে পারে। এতে কমতে পারে শীতের প্রকোপ। জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝিতে বৃষ্টি হতে পারে। থেমে থেমে এ বৃষ্টি কয়েক দিন বিভিন্ন অঞ্চলে হতে পারে। বৃষ্টি শেষে কমতে পারে তাপমাত্রা। মাসের শেষ দিকে একটি শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।
এমকে