বগুড়া প্রতিনিধি:
বগুড়ার গাবতলীতে নির্বাচনি সহিংসতা চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নারীসহ চারজন নিহত হয়েছেন। এছাড়া প্রতিদ্বন্দ্বি ইউপি সদস্য প্রার্থীর সমর্থকদের অস্ত্রাঘাতে মারা গেছেন আরেক ইউপি সদস্যের এক সমর্থক। বুধবার (৫ জানুয়ারি) আলাদা সময়ে বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই কেন্দ্রে ভোট গণনা না করেই সন্ধ্যায় উপজেলা পরিষদে ব্যালট বাক্স নিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবি সদস্যরা গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে এক নারী ইউপি সদস্য প্রার্থীর এজেন্টসহ চার জন নিহত হন। নিহতরা হলেন- কালাইহাটা মধ্যপাড়ার বাসিন্দা কুলসুম (৪০), আলগীর (৩৫), পশ্চিমপাড়ার আব্দুল রশীদ (৪৮) ও উত্তরপাড়ার খোরশেদ আকন্দ (৬৫)।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরী বলেন, ‘প্রাথমিকভাবে চার জন নিহতের তথ্য নিশ্চিত হয়েছি আমরা। এ চার জনের লাশ পুলিশের হেফাজতে রয়েছে। পাশাপাশি কয়েকজন আহত হয়েছেন।’
স্থানীয়রা আরো জানান, এর আগে ভোট কেন্দ্রটির বাইরে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে সাধারণ ভোটারদের উৎসাহিত করছিলেন ইউপি সদস্য প্রার্থী সাইদুল ইসলামের টিউবওয়েল প্রতীকের কর্মী-সমর্থকরা। এ সময় সেখানে প্রতিদ্বন্দ্বি প্রার্থী মিঠু মিয়ার (ফুটবল প্রতীক) কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায় দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা-ধাওয়া শুরু হলে জাকির হোসেন নামের একজনকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।
নির্বাচনী সহিংসতা নিয়ে গাবতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওনক জাহান বলেন, ‘আত্মরক্ষার্থে বিজিবির সদস্যরা গুলিবর্ষণ করেছেন। তবে এতে কেউ নিহত হয়েছেন কিনা তা আমি জানি না। দুই প্রার্থীর সমর্থকদের হামলায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ, একজন পুলিশ ও বিজিবি সদস্য আহত হয়েছেন।’
দীপক কুমার সরকার/এমকে