রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
রামপালে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এসব শীতবস্ত্র বিতরণ করেন বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী হাবিবুন নাহার ৷ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) সদর, উজলকুড়, বাঁশতলী, বাইনতলা, পেড়িখালী ও ভোজপাতিয়া ইউনিয়নে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়া একই দিন ফয়লাহাট কামাল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন তিনি।
শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন- রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, ইউএনও মোঃ কবীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা মিলি, ওসি মোঃ সামসুদ্দীন, বাইনতলা ইউপি চেয়ারম্যান ফকির আব্দুল্লাহসহ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা ৷
অমিত পাল/এমকে