টিকা নিলেন পৌনে ৩৭ লাখের বেশি মানুষ

০৭ মার্চ ২০২১

সারা দেশে করোনার টিকা নিয়েছেন ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জন। তাদের মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে ৮২৫ জনের। শনিবার ( ৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ৭ ফেব্রুয়ারি টিকাদান শুরু হয় সারা দেশে। শুক্রবার ও সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে। শুক্রবার ও সরকারি ছুটির দিনে টিকা দেওয়া হয় না।

স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, টিকাগ্রহীতাদের মধ্যে পুরুষ ২৩ লাখ ৫৫ হাজার ৪২৩ জন আর নারী ১৩ লাখ ২৬ হাজার ৭২৯ জন। বিভাগভিত্তিক ঢাকায় ১১ লাখ ৫০ হাজার ২৫৪ জন, ময়মনসিংহে এক লাখ ৫৫ হাজার ৮৪ জন, চট্টগ্রামে সাত লাখ ৮৬ হাজার ২৫৪ জন, রাজশাহীতে তিন লাখ ৯৯ হাজার ৪৩৫জন, রংপুরে তিন লাখ ৩৬ হাজার ১২৯ জন, খুলনায় চার লাখ ৭০ হাজার ৪৬৪ জন, বরিশালে  এক লাখ ৬৯ হাজার ৩৫৫ জন আর সিলেটে দুই লাখ ১৫ হাজার ১৭৭ জন রয়েছেন।

শনিবার (৬ মার্চ) পর্যন্ত টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৪৯ লাখ দুই হাজার ৯৪৮ জন। এই দিন টিকা নিয়েছেন এক লাখ ৯৮৩ জন। এদের মধ্যে পুরুষ ৬১ হাজার ৩৫৪ আর নারী ৩৯ হাজার ৬২৯।

 

এমকে


মন্তব্য
জেলার খবর