কেনা ৪০টি দ্রুতগতির রেল ইঞ্জিনের ৮টি এসেছে দেশে

০৭ মার্চ ২০২১

যুক্তরাষ্ট্র থেকে কেনা দ্রুতগতির ৪০টি রেল ইঞ্জিনের (ব্রডগেজ) মধ্যে ৮টি  ইঞ্জিন বাংলাদেশে এসেছে। চট্টগ্রাম বন্দরে  আসা এসব ইঞ্জিন শনিবার (৬ মার্চ) খালাস শুরু হয়েছে।রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মো. বোরহান উদ্দিন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মো. বোরহান উদ্দিন জানিয়েছেন, প্রতি ধাপে ৮টি করে ৫ ধাপে ইঞ্জিনগুলো বন্দরে আসবে। প্রথম ধাপে এসেছে ৮টি। ক্রেনের সাহায্যে জাহাজ থেকে খালাস শুরু হয়েছে এসব ইঞ্জিন।  জানা গেছে, খালাসের পর ‘ডামি’ চাকা লাগিয়ে ইঞ্জিনগুলো ঢাকার টঙ্গী স্টেশনে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে পাঠানো হবে পার্বতীপুরের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায়। যেখানে বাংলাদেশের মিটারগেজ ও ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ করা হয়।

 

এমকে


মন্তব্য
জেলার খবর