মন্তব্য
তেলআবিবের একটি ফুটবল স্টেডিয়ামে কোভিড-১৯ মোকাবেলায় শুক্রবার কনসার্ট আয়োজন করে কয়েকশ মানুষকে টিকা দেয়া হয়েছে।
পৌরসভা আয়োজিত চারটি কনসার্টের এটি প্রথম কনসার্ট। এদিকে ইসরাইল করোনাভাইরাস নিষেধাজ্ঞা অনেক শিথিল করেছে।
এএফপি