মন্তব্য
ঠাকুরগাঁও সংবাদদাতা
ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র ও দরিদ্র মিলে ৪৫ জনের প্রত্যেককে বিনামূল্যে একটি করে বকনা জাতের গরু দেওয়া হয়েছে। আর্থিক স্বচ্ছলতা বাড়াতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি এই গরু দেয়। রোববার (৭ মার্চ) গোবিন্দনগরস্থ সংস্থার কার্যালয়ের সামনে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে গরুগুলো তুলে দেওয়া হয়।
গরু বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার এপি ম্যানেজার লিওবার্ট চিসিম। বক্তব্য দেন- উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: মামুন অর রশিদ, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সংস্থার প্রোগ্রাম অফিসার পারুল বেগম, সুসময় মানকিন প্রমুখ। এখন পর্যন্ত জেলায় ১৫৫ জনকে একটি করে বকনা গরু দেওয়া হয়েছে বলে আয়োজকরা জানায়।
এমএইচ/এমকে