সিরিজে সমতা আনলো শ্রীলঙ্কা

০৬ মার্চ ২০২১

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে স্পিনারদের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সমতা আনলো সফরকারী শ্রীলঙ্কা। শনিবার ভোরে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় টি--টোয়েন্টিতে শ্রীলঙ্কা ৪৩ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে। ফলে সিরিজে ১-১’এ সমতা ফিরলো। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারায়।

এদিন অ্যান্টিগায় টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দুই ওপেনার দানুস্কা গুনাথিলাকা ও পাথুম নিশাঙ্কা দলকে দারুন সূচনা এনে দেন। ৬২ বলে ৯৫ রানের জুটি গড়েন তারা। ছয় বোলার ব্যবহার করেও শ্রীলঙ্কার উদ্বোধনী জুটি ভাঙ্গতে পারছিলেন না ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক কাইরন পোলার্ড। শেষ পর্যন্ত নিশাঙ্কা রান আউটের ফাঁদে পড়লে প্রথম সাফল্য পায় ওয়েস্ট ইন্ডিজ। ২৩ বলে ৩৭ রান করেন নিশাঙ্কা।

১১তম ওভারে নিশাঙ্কার পর বিদায় নেন গুনাথিলাকাও। টি-টুয়েন্টি ক্যারিয়ারে তৃতীয় হাফ-সেঞ্চুরি তুলে ডোয়াইন ব্রাভোর শিকার হন তিনি। ৪টি চার ও ২টি ছক্কায় ৪২ বলে ৫৬ রান করেন গুনাথিলাকা।

দুই ওপেনারের উড়ন্ত সূূচনার পরও শ্রীলংকার পরের দিকে ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে পারেননি। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫৮ বলে মাত্র ৬৫ রান পায় তারা। ২০ ওভারে ৬ উইকেটে ১৬০ রান করে শ্রীলংকা। পরের দিকে আসা বানদারা ২১ ও হাসারাঙ্গা ডি সিলভা অপরাজিত ১১ বলে ১৯ রান করেন। ওয়েস্ট ইন্ডিজের ব্রাভো ২টি উইকেট নেন।

১৬১ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শ্রীলংকার বোলারদের সামলাতে হিমশিম খেতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। ১১ ওভারে ৬৬ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে তারা। দলকে জয়ের পথে রাখতে ব্যাটসম্যানদের বড় ইনিংসের প্রয়োজন ছিলো। সেটি করতে পারেননি কেউই।

আগের ম্যাচে এক ওভারে ছয় ছক্কা মারা অধিনায়ক কাইরন পোলার্ড ১৩ রানে থামেন। এছাড়া লেন্ডন সিমন্স ২১ ও শেষ দিকে ওবেড ম্যাককয় ৭ বলে ঝড়ো ২৩ রান করেন। ৮ বল বাকী থাকতে ১১৭ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। বল হাতে শ্রীলংকার দুই স্পিনার হাসারাঙ্গা লক্ষণ ও সান্দাকান ৩টি করে উইকেট নেন। অন্য দুই স্পিনার আগের ম্যাচের হ্যাটট্টিকম্যান আকিলা ধনাঞ্জয়া ও গুনাথিলাকা ১টি করে শিকার করেন।

আগামী ৮ মার্চ একই ভেন্যুতে বাংলাদেশ সময় ভোর ৪টায় অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টি।

 


মন্তব্য
জেলার খবর