নাজানিনকে ছেড়ে দিয়েছে ইরান

০৮ মার্চ ২০২১

৫ বছর কারাবন্দী থাকার পর ব্রিটিশ-ইরানিয়ান এনজিও কর্মী নাজানিন জাঘারি-র‍্যাটক্লিফকে মুক্তি দিয়েছে ইরান।

নাজানিন জাঘারি-র‍্যাটক্লিফ কারাগার থেকে মুক্তি পেলেও ইরান থেকে বের হতে পারবেন না।  তেহরানে তার বাবা-মায়ের বাড়ির ৩০০ ফুটের মধ্যে অবস্থান করতে হবে নাজানিনকে। তার পায়ের গোড়ালিতে একটা ট্যাগ পরে চলাচল করতে হবে।

এদিকে মুক্তির পর নাজানিন জানিয়েছেন, কারাগারের বাইরে আসতে পেরে তিনি খুশি। এমনকি গোড়ালিতে ট্যাগ পরতেও কোন অসুবিধা নেই বলে জানিয়েছেন তিনি। 


মন্তব্য
জেলার খবর