৩০ দিনে সারা দেশে ৩৭ লাখ ৮৯ হাজার ৩৫২ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে ৮৪৮ জনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গেছে। রোববার (৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতর সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়। ৭ ফেব্রুয়ারি সারা দেশে টিকাদান শুরু হয়। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল সাড়ে আটটা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টিকা দেওয়া হয়। শুক্রবার করোনার টিকা দেওয়া হয় না।
স্বাস্থ্য অধিদফতরের তথ্যমতে, টিকাগ্রহীতাদের মধ্যে ২৪ লাখ ২০ হাজার ৮৫৩ জন পুরুষ ও ১৩ লাখ ৬৮ হাজার ৪৯৯ জন নারী । বিভাগভিত্তিক ঢাকায় ১১ লাখ ৮৯ হাজার ৪৯৮ জন, ময়মনসিংহে এক লাখ ৫৯ হাজার ১১৬ জন, চট্টগ্রামে ৮ লাখ চার হাজার ৫০৪ জন, রাজশাহীতে ৪ লাখ ১০ হাজার ৪৮০ জন, রংপুরে তিন লাখ ৪৫ হাজার ৭১৯ জন, খুলনায় চার লাখ ৮৭ হাজার ৩৩৩ জন, বরিশালে এক লাখ ৭৩ হাজার ১৬১ জন এবং সিলেটে দুই লাখ ১৯ হাজার ৫৪১ জন রয়েছেন।
রোববার টিকা নিয়েছেন এক লাখ ৭ হাজার ২০০ জন। তাদের মধ্যে পুরুষ ৬৫ হাজার ৪৩০ জন ও নারী ৪১ হাজার ৭৭০ জন। এই দিন পর্যন্ত সারা দেশে টিকা নেওয়ার জন্য নিবন্ধন করেছেন ৫০ লাখ ১৭ হাজার ৮০৪ জন।
এমকে