সূচকের বড় পতন

২৮ ফেব্রুয়ারী ২০২২

রোববার (২৭ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সিংহভাগ কোম্পানির শেয়ারদর কমেছে।  বড় ধরনের পতন দেখা গেছে  সূচকের। আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনও। একই ধরণের চিত্র দেখা গেছে চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)।

ডিএসইর দিকে তাকালে দেখা যায়, ৩৭৯টি কোম্পানির মধ্যে দর বেড়েছে মাত্র ১০টির, কমেছে ৩৬৫টির আর বাকি ৪টির অপরিবর্তিত ছিল। সূচকগুলোর মধ্যে ডিএসইএক্স ১৬৩ দশমিক ২৯, ডিএসইএস ৩০ দশমিক ৫৭ ও ডিএস৩০ সূচক ৪৭ দশমিক ০৭ পয়েন্ট কমেছে। ডিএসইএক্স ৬ হাজার ৬৭৬ দশমিক ১৪, ডিএসইএস এক হাজার ৪৪৫ দশমিক ১৪ ও ডিএস৩০ সূচক দুই হাজার ৪৬৭ দশমিক ৯০ পয়েন্টে অবস্থান করে।

 আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমেছে প্রায় ১৪৪ কোটি টাকা, লেনদেন হয় ৯১৬ কোটি ২৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল এক হাজার ৫০ কোটি ২৮ লাখ টাকা।

রোববার লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত পতনের চিত্র দেখা গেছে। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড শীর্ষে উঠে আসে, ৫৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়। ৬ দশমিক ০১ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে থাকে প্যাসিফিক ডেনিমস লিমিটেড।

অন্যদিকে সিএসইতে ৩০৪টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ৯টির, কমেছে ২৮৪টির এবং বাকি ১১টির অপরিবর্তিত ছিল। দুই সূচকের একটি সিএসসিএক্স ২৯০ দশমিক ৮০ পয়েন্ট কমে ১১ হাজার ৭০৮ দশমিক ৪৪ পয়েন্টে এবং আরেকটি  সিএএসপিআই ৪৯০ দশমিক ৮৯ পয়েন্ট কমে ১৯ হাজার ৫০০ দশমিক ৬৫ পয়েন্টে অবস্থান করে। লেনদেন হয় ৩৩ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল ৩৭ কোটি ৪৫ লাখ টাকা। সে হিসাবে লেনদেন কমেছে প্রায় ৪ কোটি টাকা।

এমকে


মন্তব্য
জেলার খবর