ধর্ষক ইমামের মৃত্যুদণ্ডাদেশ

১৭ মার্চ ২০২১

পাকিস্তানের পেশওয়ার শহরে দুই বছর আগে আট বছরের এক নাবালিকাকে ধর্ষণ করেছেন মসজিদের একজন ইমাম। ওই ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন ধর্ষক কারি সাঈদ। তাকে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

২০১৯ সালের ধর্ষণ মামলায় পাকিস্তানের একটি আদালত গত শনিবার রায় দেয়। শিশু অধিকার রক্ষার ওই আদালতের বিচারক ওয়াদিয়া মুসতাক মালিক বলেন, পেশওয়ারের কারি সাঈদ ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। পাকিস্তানি দণ্ডবিধির ৩৭৬(৩) ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

 এএনআই


মন্তব্য
জেলার খবর