মন্তব্য
বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা সুরক্ষা বিশেষজ্ঞরামঙ্গলবার টিকাটির পর্যালোচনা করতে বৈঠকে করেছেন। ইউরোপের কয়েকটি দেশে এই টিকা দেওয়ার পর ব্লাড ক্লট বা শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ায় টিকা প্রদান স্থগিত রাখা হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ সময়ে এ ধরনের যত ঘটনা ঘটে এই সংখ্যা তার চেয়ে অস্বাভাবিক নয়।
ইউরোপের ওষুধ বিষয়ক কেন্দ্রীয় সংস্থা ইউরোপিয়ান মেডিসিন এজেন্সিও বৈঠক করছে। বৈঠকের পর ধারণা করা হচ্ছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার বিষয়ে বৃহস্পতিবার একটি সিদ্ধান্ত জানাবে সংস্থাগুলো।
ইউরোপ এবং যুক্তরাজ্যের ১৭ মিলিয়ন মানুষকে এই টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে, এর মধ্যে ৪০টির কম ক্ষেত্রে রক্ত জমাট বেঁধে যাওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা।
বিবিসি বাংলা