নাইজেরিয়ার শিল্পীর কণ্ঠে বাংলা গান

১৭ মার্চ ২০২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে  নাইজেরিয়ার পেশাদার কণ্ঠশিল্পী মিসেস প্রিন্সেস বোলা ইজেজি গাইলেন বাংলা গান। যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই... জনপ্রিয় এই গানটি গেয়েছেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে বছরব্যাপী গৃহীত কর্মসূচির অংশ হিসেবে নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশন এ উদ্যোগ গ্রহণ করে।

হাসান মতিউর রহমানের কথায় ও  মলয় গাঙ্গুলির সুরে সাবিনা ইয়াসমিনের গাওয়া বিখ্যাত গানটি বিদেশি এ  শিল্পীর সুললিত কণ্ঠে এক বিশেষ দ্যোতনা তৈরি করে। 


মন্তব্য
জেলার খবর