ইউক্রেনের আকাশসীমা রাশিয়ার নিয়ন্ত্রণে

২৮ ফেব্রুয়ারী ২০২২

ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। গত বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর থেকে এ হামলা শুরু হয়। সোমবার হামলার পঞ্চম দিন। রাশিয়া-ইউক্রেনের এ যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।

 

গত চার দিনে ইউক্রেনজুড়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়েছে রুশ বাহিনী। কোনো কোনো স্থানে ইউক্রেনিয় বাহিনী ও সেখানকার বেসামরিক নাগরিকরা রুশ বাহিনীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলে।

 

এদিকে, সামরিক অভিযানের পঞ্চম দিন সোমবার ইউক্রেনের আকাশে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

 

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগোর কোনাশেনকভ এক বিবৃতিতে বলেছেন, “রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনের পুরো ভূখণ্ডে আকাশপথের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে নিয়েছে।”

 

মার্কিন গণমাধ্যম ‘সিএনএন’ একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। তবে সিএনএন এ খবরের সত্যতা নিরপেক্ষভাবে যাচাই করতে পারেনি বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি।

 

ইউক্রেনের আকাশের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি এমন সময় করা হলো, যখন দুই দেশ আলোচনার জন্য প্রস্তুত হচ্ছে।

 

সূত্র: বিবিসি


মন্তব্য
জেলার খবর