বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও ড্যান্সার মালাইকা বরাবরই ভীষণ ফিগার সচেতন। বলিউডের অন্যতম আইটেম গার্লদের তিনি অন্যতম । জিম, যোগা, প্রাণায়াম, ড্যান্স...সবেতেই তিনি তুখোড়। আর পোশাক নির্বাচনের ব্যাপারেও তিনি সেরা। তার ফ্যাশন সেন্স নিয়ে কোনো কথা হবে না।
তার এমন আকর্ষণীয় ফিগারকে আরো একটু মোহময় দেখায় তাঁর পোশাকের গুণে । মাল্লার শরীরচর্চা তো সোশ্য়াল মিডিয়ায় দারুণ হিট ৷ একের পর এক শারীরিক করসতের ভিডিও এবং ছবি পোস্ট করে নেটিজেনদের রীতিমতো লজ্জায় ফেলে দেন তিনি ৷
এবারও তিনি পোস্ট করলেন একটি দুর্দান্ত যোগব্যয়ামের ভিডিও ৷ কালো রঙের শর্টস আর স্পোর্টস ব্রা পরে রয়েছেন তিনি ৷ মাথা নিচে আর পা ওপরে রয়েছে তাঁর ৷ ভিডিওটি দেখেই বোঝা যাচ্ছে, শুধু মুখে বলাই নয়, বাস্তবেও মালাইকা ঠিক কতটা ফিট ৷ ভিডিওর ক্য়াপশনে সবাইকে 'নমস্তে' জানিয়েছেন সুন্দরী ৷