মন্তব্য
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের বোন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে পরামর্শ দিচ্ছি- যুক্তরাষ্ট্র সমুদ্রের ওপার থেকে আমাদের ভূখণ্ডে বারুদের গন্ধ ছড়ানোর চেষ্টা চালায়। যুক্তরাষ্ট্র যেন দুর্গন্ধ সৃষ্টি না করে।
কোরিয়া নিয়ে নীতি নির্ধারণের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তুতিকে কেন্দ্র করে তিনি এ কথা বলেছেন।
উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে কিম ইয়ো জং যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সেনা মহড়ার সমালোচনা করেছেন। যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা সিউলে পৌঁছার একদিন আগে তিনি এ ধরনের মন্তব্য করলেন।
বিবিসি ও রোডং সিনমুন পত্রিকা