মা হলেন অপি করিম

২৮ ডিসেম্বর ২০২০

জনপ্রিয় অভিনেত্রী তথা স্থপতি অপি করিম মা হয়েছেন। সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে এনামুল করিম নির্ঝর-অপি করিম দম্পতির কন্যাসন্তান পৃথিবীর আলো দেখেছে।

অস্ত্রোপচারের মাধ্যমে সকাল ৯টা ৫১ মিনিটে পৃথিবীতে আনা হয়েছে নতুন অতিথিকে। অপি করিম এখনো হাসপাতালেই আছেন।

২০১৬ সালে মিডিয়ার আড়ালে পারিবারিকভাবে বিয়ে করেন স্থপতি ও পরিচালক এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী ও স্থপতি অপি করিম।


মন্তব্য
জেলার খবর