গাইবান্ধা সংবাদদাতা
‘তিন ঘরের কিছুই বের করতে পারিনি। নগদ অর্থ ছিল ৫৩ হাজার টাকা। সব পুড়ে ছাই হয়েছে। এক বেলার খাবারও আমার কাছে নেই।’ এই কথা অগ্নিকান্ডের ক্ষতিগ্রস্থ আব্দুল জলিল সরকারের। শুক্রবার সকাল সাড়ে ৮ টার দিকে তার বাড়িতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুন লাগে। আব্দুল জলিল সরকারের বাড়ি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ছিট জামুডাঙ্গা গ্রামে। এই দুর্ঘটনায় তার ১০ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়রা জানান, একটি ঘরে আগুনের সুত্রপাত হয়, মুহূর্তে আগুন আপপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। এতে তিনটি ঘরসহ ঘরের আসবাতপত্র পুড়ে যায়। পৌনে দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন গ্রামবাসী। তার বাড়িতে ঘর-ই তিনটি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যান ইউপি চেয়ারম্যান সাজেদুল ইসলাম স্বাধীন।তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনা খাবার ও নগদ টাকা দেন।
আর/এমকে