দ্রুত ব্যাটিং কোচ নিয়োগ দিবে বিসিবি

২৮ ডিসেম্বর ২০২০

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচ দক্ষিণ আফ্রিকার নিল ম্যাকেঞ্জি। পারিবারিক কারণে পদত্যাগ করেছেন তিনি। ফলে জাতীয় দলের ব্যাটিং পরামর্শকের জায়গাটি শুন্য আছে।

এ জন্য খুব শীঘ্রই জাতীয় দলের জন্য একজন ব্যাটিং পরামর্শক নিয়োগ দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনটাই জানিয়েছেন প্রধান নির্বাহি নিজাম উদ্দিন চৌধুরী।

নিল ম্যাকেঞ্জির পদত্যাগের পর নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে নিয়োগ দেয় বিসিবি। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের জন্য তাকে দায়িত্ব দেয়াও হয়েছিলো। এজন্য প্রস্তুতও ছিলেন তিনি।

তবে তার বাবার মৃত্যুর কারণে দায়িত্ব নিতে তিনি অনীহা প্রকাশ করেন। এদিকে করোনার কারণে শ্রীলঙ্কা সফর বাতিল হয়ে যায়।

বিসিবি অবশ্য ব্যাটিং পরামর্শক নিয়োগের জন্য কোনো তাড়াহুড়া ছিলো না বাংলাদেশের। কারণ জাতীয় দলের কোনো আন্তর্জাতিক ম্যাচ ছিলো না। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আসন্ন হওয়ায় দলের জন্য একটি ব্যাটিং পরামর্শক চূড়ান্ত করার সিদ্বান্ত নিয়েছে বিসিবি।


মন্তব্য
জেলার খবর