গত বৃহস্পতিবার স্থানীয় সময় ভোর থেকে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করেছে রাশিয়া। এ নিয়ে পাঁচ দিন ধরে অভিযান চালাচ্ছে বিশ্বের অন্যতম পরাশক্তি দেশ রাশিয়া। দেশটির প্রায় সব জেলাতেই এখনও রুশ সৈন্যদের সঙ্গে লড়াই করছে ইউক্রেনের সেনারা।
তবে অনেক জল্পনা-কল্পণার পর আলোচনায় বসার জন্য অবশেষে দুদেশ প্রস্তুত হচ্ছে। আলোচনার ভেন্যুও ঠিক করা হয়েছে। গোল টেবিলে দুদেশের পতাকা সম্বলিত একটি ছবিও বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে।
এমন পরিস্থিতিতে ইউক্রেনে কারফিউ তুলে নেওয়া হয়েছে। ফলে মুদি দোকানগুলো খোলা হয়েছে। মানুষ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারছে। গত দুই দিন ধরে বেশিরভাগ মানুষই বাড়ির আন্ডারগ্রাউন্ডে অবস্থান করছিলেন। এখন কিছুটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন তারা।
তবে দু'পক্ষের সংঘর্ষের কারণে প্রতিনিয়তই সতর্ক থাকতে হচ্ছে। লোকজন সারাক্ষণই টেলিভিশনের পর্দা ও মোবাইলের মাধ্যমে দেশের পরিস্থিতি নজরে রাখছেন।