মন্তব্য
ক্রিকেটের তিন ফরম্যাটে দশক সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ভারত জাতীয় ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। গত এক দশকের সেরা খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
দশকের সেরা ক্রিকেটার হওয়ায় স্যার গারফিল্ড সোবার্স পুরস্কার জিতলেন কোহলি। পুরস্কার জয়ের পর এক ভিডিও বার্তায় কোহলি বলেন, ‘আমার সব সময় লক্ষ্য থাকে দলের জয়ে অবদান রাখা। প্রতি ম্যাচে আমি সেটাই করার চেষ্টা করি। মাঠে আপনি কি করেছেন, সংখ্যা শুধু সেটাই দেখায়। আর কিছু নয়।’
সেরা হবার দৌঁড়ে কোহলির প্রতিন্দ্বন্দি ছিলেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন, ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।