টেস্টে সেরার মুকুট স্মিথের

২৮ ডিসেম্বর ২০২০

দশক সেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথ। দশক সেরা টেস্ট ক্রিকেটার খেলোয়াড় হিসেবে তার নাম ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

টেস্টে সেরা হবার দৌঁড়ে কোহলি, রুট, উইলিয়ামসন, ইংল্যান্ডের জেমস এন্ডারসন, শ্রীলঙ্কার রঙ্গনা হেরাথ ও পাকিস্তানের ইয়াসির শাহকে পেছনে ফেলএছন স্মিথ।

এছাড়া টি-টুয়েন্টিতে দশকসেরা নির্বাচিত হয়েছেন আফগানিস্তানের রশিদ খান। এই সময়ে ৪৮ ম্যাচ খেলে ৮৯ উইকেট নেন তিনি।

নারীদের ক্রিকেটে সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার এলিস পেরি। দশকের সেরা নারী ক্রিকেটার হয়েছেন তিনি। পাশাপাশি দশক-সেরা টি-টুয়েন্টি ও একদিনের ফরম্যাটের সেরা ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন পেরি।

২০১১ সালের পহেলা জানুয়ারি থেকে চলমান বছরের ৭ অক্টোবর পর্যন্ত পারফরমেন্সের ভিত্তিতে দশক সেরা খেলোয়াড় বাছাই করেছে আইসিসি।


মন্তব্য
জেলার খবর