ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ আয়োজনে আত্মবিশ্বাসী বিসিবি

২৮ ডিসেম্বর ২০২০

আগামী জানুয়ারি-ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজি খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। করোনাভাইরাস থেকে সুরক্ষা দিয়ে সফলভাবে এ সিরিজ আয়োজনে আত্মবিশ্বাসী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

১০ জানুয়ারি ঢাকায় আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। এই সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। দেশে করোনার প্রভাব শুরুর আগে গেল মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ।

করোনার কারনে নতুন পরিবেশের সাথে বিশ্বকে মানিয়ে নিয়ে খেলোয়াড়-অফিসিয়াল ও স্টোকহোল্ডারদের জৈব-সুরক্ষা পরিবেশে রেখেই বিশ্বব্যাপি ক্রিকেট অনুষ্ঠিত হচ্ছে।

১০ জানুয়ারি ঢাকায় আসার পর সাত দিনের কোয়ারেন্টাইনে থাকবে ওয়েস্ট ইন্ডিজ। ঐ সাত দিনের মধ্যে তিনবার করোনা পরীক্ষা করা হবে তাদের। এরপর তারা মাঠে অনুশীলনের অনুমতি পাবে।

বিকেএসপিতে আগামী ১৮ জানুয়ারি সীমিত ওভারের একটি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ক্যারিবিয়রা। এ ম্যাচ দিয়ে আনুষ্ঠানিকভাবে সিরিজ শুরু করবে তারা।

তিন ওয়ানডে সিরিজটি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২, ২৪ ও ২৫ জানুয়ারি। এরপর দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করবে দু’দল। তার আগে একটি চার দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজ।

বিসিবির প্রধান নির্বাহি জানান, তিনি বলেন, ‘প্রাথমিকভাবে তাদের জন্য আমরা সাত দিনের কোয়ারেন্টাইন পরিকল্পনা করেছি। এর মধ্যে প্রথম তিন দিন তারা হোটেলে থাকবে। পরবর্তীতে, তাদের করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসলে, তারা নিজেদের মধ্যে অনুশীলন করতে পারবে। সাতদিন পরে, তার পুরোদমে অনুশীলন শুরু করার সুযোগ পাবে।’


মন্তব্য
জেলার খবর