মন্তব্য
সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং। অবসরের পর পাঞ্জাবের হয়ে আসন্ন সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে খেলতে চেয়েছিলেন তিনি। তবে অনুমতি দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড।
ইংল্যান্ড ও ওয়েলসে বিশ্বকাপ চলাকালীন গেল বছর সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান যুবরাজ সিং। ক্যানসারজয়ী তারকার গলায় শোনা গিয়েছিল জাতীয় দল থেকে বাদ পড়ার আক্ষেপও। তবে অবসর ঘোষণার পর থেকেই যুবরাজকে ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুরোধ জানায় পাঞ্জাব ক্রিকেট সংস্থা।
তাদের অনুরোধ আর শেষ পর্যন্ত ফেলতে পারেননি। ফের পাঞ্জাবের জার্সিতে মাঠে নামতে রাজি হয়ে যান তিনি। মোহালিতে নাকি নিয়মিত অনুশীলনও করছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে কামব্যাকের অনুমতি দিল না বিসিসিআই।