করোনাভাইরাসের প্রকোপে থমকে যায় পুরো বিশ্ব। করোনা না বিদায় হলেও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে বিশ্ব। মাঠে ফিরেছে ক্রীড়াঙ্গনও। এবার দীর্ঘ ৯ মাস পর মাঠে ফিরতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সর্বশেষ এ বছরের মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এরপর শুধু সালমা ও জাহানারা মেয়েদের আইপিএলখ্যাত উইমেন্স টি-টোয়েন্টি চ্যালেঞ্জে খেলেছিলেন। এরপর দীর্ঘ ৯ মাস, মাঠে নামতে পারেনি সালমারা দল।
৩ জানুয়ারি থেকে শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের ক্যাম্প। এই ক্যাম্পের জন্য ২৯ ক্রিকেটারকে নির্বাচন করা হয়েছে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাসব্যাপী চলবে এ ক্যাম্প।
সেখানে নিজেদের মধ্যে ৫টি সীমিত পরিসরের অনুশীলন ম্যাচ খেলবেন সালমা-জাহানারারা। ক্যাম্প পরিচালনার দায়িত্বে থাকবেন নারী দলের সহকারী কোচ ফয়সাল হোসেন ডিকেন্স।