দশক সেরা নারী ক্রিকেটার পেরি

২৯ ডিসেম্বর ২০২০

দশক সেরা নারী ক্রিকেটারের নাম ঘোষণা করেছে আইসিসি। এতে দশক সেরা নারী ক্রিকেটারের পুরস্কার 'র‌্যাচেল হেইহাউ-ফ্লিন্ট অ্যাওয়ার্ড' জিতে নিয়েছেন অজি অল-রাউন্ডার এলিসা পেরি। পাশাপাশি তিনি দশক সেরা ওয়ানডে ও দশক সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারও নির্বাচিত হয়েছেন।

দশক সেরা ক্রিকেটারের পুরস্কার জিততে পেরি পেছনে ফেলেন স্বদেশি মেগ ল্যানিং, নিউজিল্যান্ডের সুজি বেটস, ওয়েস্ট ইন্ডিজের স্টেফানি টেইলর, ভারতের মিতালি রাজ ও ইংল্যান্ডের সারাহ টেইলরকে। গত এক দশকে পেরি তিন সংস্করণ মিলিয়ে ১৭৯ ম্যাচে করেছেন ৪ হাজার ৩৪৯ রান। উইকেট নিয়েছেন ২১৩টি, যা যেকোনো বোলারের সর্বোচ্চ। নারী ক্রিকেটে আইসিসির দশক সেরা ওয়ানডে ও টি-টোয়েন্টি দলেও ৩০ বছর বয়সী পেরি জায়গা করে নিয়েছেন।

২০১১ সালের ১ জানুয়ারি থেকে চলতি বছরের ৭ অক্টোবর পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করে এই তালিকা প্রকাশ করেছে আইসিসি।


মন্তব্য
জেলার খবর