পশ্চিমা দেশগুলোর অনুমান সত্যি করে গত বৃহস্পতিবার থেকে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। এ নিয়ে টানা ৫ দিন দুদেশের মধ্যে লড়াই চলছে। রাশিয়া-ইউক্রেনের এই যুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় সংঘাত বলে মনে করা হচ্ছে।
এমন পরিস্থিতে আলোচনায় বসার জন্য রাজি হয়েছে রাশিয়া ও ইউক্রেন। বেলারুশ সীমান্তে এ আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইতোমধ্যে আলোচনার ভেন্যু প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছে বেলারুশ।
রাশিয়া ও ইউক্রেনের পতাকাসহ দীর্ঘ টেবিলের একটি ছবি প্রকাশ করে বেলারুশ পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে, “রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার স্থান প্রস্তুত করা হয়েছে। এখন প্রতিনিধিদলের আগমণ প্রত্যাশা করছে বেলারুশ।”
উভয় দেশের প্রতিনিধিদল ভেন্যুতে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আলোচনা শুরু হবে বলে জানিয়েছেন বেলারুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আনাতোলি গ্লাজ।
সূত্র: বিবিসি